সর্বশেষ

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের কেমব্রিজশায়ারে ট্রেনে ছুরিকাঘাত: ১০ আহত, ২ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২ নভেম্বর, ২০২৫ ৪:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাজ্যের কেমব্রিজশায়ারের হান্টিংডন রেলস্টেশনের কাছে ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রসগামী এক ট্রেনে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন, তাদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পুলিশ রাত ৯টা ১৯ মিনিটে দুইজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, তদন্তে সন্ত্রাসবিরোধী ইউনিটও সহায়তা করবে।

প্রত্যক্ষদর্শী রেন চেম্বার্স জানিয়েছেন, এক রক্তাক্ত ব্যক্তি ট্রেনে দৌড়ে এসে চিৎকার করেন, “তাদের কাছে ছুরি আছে, দৌড়াও।” রেন ও তার বন্ধু ট্রেনের সামনের দিকে দৌড়ে এক ব্যক্তিকে মেঝেতে লুটিয়ে পড়তে দেখেছেন এবং নিরাপদে নামতে সক্ষম হয়েছেন।

ট্রেনটি রাত ৮টার দিকে হান্টিংডন স্টেশনে পৌঁছায়। লন্ডন আন্ডারগ্রাউন্ডের কর্মী ডিন ম্যাকফারলেন বলেন, ট্রেন থামার পর একাধিক যাত্রী রক্তাক্ত অবস্থায় প্ল্যাটফর্মে দৌড়াতে শুরু করেন, যার মধ্যে একজনের সাদা শার্ট পুরোপুরি রক্তে ভেজা ছিল।

রেল অপারেটর এলএনইআর যাত্রীদের আপাতত ট্রেনে না চড়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে তারা জানিয়েছে, হান্টিংডন স্টেশনে জরুরি সেবাগুলো পরিস্থিতি মোকাবিলা করছে।

ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ৭টা ৩৯ মিনিটে তাদের কাছে ট্রেনে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাত করার খবর আসে। বড় পরিসরের সাড়া কার্যক্রমে বহু অ্যাম্বুলেন্স, ট্যাকটিকাল কমান্ডার, হ্যাজার্ডাস

এরিয়া রেসপন্স টিম এবং ক্রিটিক্যাল কেয়ার টিম নিয়োজিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এক্স পোস্টে বলেন, “আমি গভীরভাবে মর্মাহত। আক্রান্তদের প্রতি সহানুভূতি জানাই। তদন্ত চলছে, তাৎক্ষণিক অনুমান বা মন্তব্য এড়ানো জরুরি।”

সরকারি পরিসংখ্যানে দেখা যায়, ২০১১ সাল থেকে যুক্তরাজ্যে ছুরিকাঘাতের অপরাধ ক্রমশ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি সরকারি অভিযানগুলিতে ছুরি বাজেয়াপ্ত বা জমা নেওয়া হয়েছে ৬০ হাজারেরও বেশি। জনসম্মুখে ছুরি বহনের অপরাধে সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড হতে পারে।

এই ঘটনার পাশাপাশি, গত মাসে ম্যানচেস্টারের সিনাগগে দুইজন নিহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বড় শিরোনাম হয়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন