জাতীয়

টিফিন খেতে বাইরে গিয়ে বেঁচে গেল শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
উত্তরা ১২ নম্বর সেক্টরে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে ভয়াবহ একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

নিহতদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাটি ঘটে দুপুর ১২টার কিছু পরে, যখন শিক্ষার্থীরা ক্লাসে পাঠ নিচ্ছিল। হঠাৎ আকাশ থেকে একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে। মুহূর্তেই পুরো এলাকা কেঁপে ওঠে, ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা, অভিভাবক ও উদ্ধারকর্মীরা।

তবে এই মর্মান্তিক ঘটনার মধ্যেও ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। টিফিন খেতে ক্লাসরুম থেকে বাইরে বের হওয়ায় প্রাণে বেঁচে যায় এক শিক্ষার্থী। সে জানায়, “আমার ১১ জন বন্ধু তখন ক্লাসের ভিতরে ছিল। আমি বাইরে টিফিন খেতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি সব এলোমেলো...।”

উদ্ধারকাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। 

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন