রাজনীতি

দৌলতপুর স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৪:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় এই কর্মসূচি পালিত হয়।

 

‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে চলমান ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ এবং সম্প্রতি রাজধানীর মিডফোর্ড হাসপাতালে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে’ এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

সন্ধ্যা ৬টায় দৌলতপুর উপজেলা বাজার থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে থানা বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ও আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

 

এ সময় আরও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, নেতা আতাউর রহমান, সাবেক সহ-সভাপতি শামীম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, মাহবুব লস্কর, হরুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক রাশেদুল ইসলাম শামীম এবং ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

 

দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

১৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন