২০ বছর কোমায় থাকার পর সৌদি ‘স্লিপিং প্রিন্স’ এর মৃত্যু

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রায় দুই দশক কোমায় থাকার পর অবশেষে মৃত্যুবরণ করেছেন সৌদি প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল।
শনিবার (১৯ জুলাই) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পিতা প্রিন্স খালেদ বিন তালাল।
২০০৫ সালে যুক্তরাজ্যের লন্ডনে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তখনকার ১৫ বছর বয়সী প্রিন্স আল-ওয়ালিদ। ওই সময় তিনি সামরিক ক্যাডেট হিসেবে পড়াশোনা করছিলেন। দুর্ঘটনায় তাঁর মস্তিষ্কে মারাত্মক আঘাত এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়, যার পর থেকেই তিনি কোমায় ছিলেন।
দীর্ঘ সময় অচেতন থাকায় সৌদির জনগণের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন ‘ঘুমন্ত রাজপুত্র’ নামে।
২০১৯ সালে পরিবারের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কোমায় থাকা অবস্থায় আঙুল নাড়ছেন প্রিন্স আল-ওয়ালিদ। এতে তাঁর সুস্থ হয়ে ওঠার আশা জাগে অনেকের মনে। কিন্তু যুক্তরাষ্ট্র ও স্পেনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাঁর অবস্থার তেমন উন্নতি হয়নি।
প্রিন্স খালেদ জানিয়েছেন, রোববার বাদ আসর রাজধানী রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তাঁর ছেলের জানাজা অনুষ্ঠিত হবে।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে #SleepingPrince হ্যাশট্যাগে অনেকে তাঁকে স্মরণ করছেন ধৈর্য, বিশ্বাস এবং পিতৃস্নেহের এক অনন্য প্রতীক হিসেবে।
বিশেষ করে প্রিন্স খালেদ বিন তালালের পুত্রস্নেহ ছুঁয়ে গেছে অনেক হৃদয়। বিগত বছরগুলোতে তিনি নিয়মিত ছেলের পাশে সময় কাটিয়েছেন, দোয়া করেছেন, মমতায় ছুঁয়েছেন— এইসব মুহূর্ত সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে।
আল-ওয়ালিদের জীবনের এই দীর্ঘ কোমাযাত্রা এবং তাঁর পরিবারের অটল ভালোবাসা আজ অনেকের চোখে জল এনেছে।
১০৯ বার পড়া হয়েছে