সারাদেশ

খুলনায় বিষমদে পাঁচজনের মৃত্যু, বিক্রেতা আটক

খুলনা প্রতিনিধি
খুলনা প্রতিনিধি

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনার বয়রা শেরের মোড় এলাকায় বিষমদপানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।

সর্বশেষ শনিবার (১৯ জুলাই) রাতে বয়রা রায়ের মহল মল্লিক বাড়ির বাসিন্দা সাজ্জাদ নামের এক ব্যক্তি মৃত্যুবরণ করেন।

 

ঘটনার পরপরই পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে শেখ মোসলেম আলি (৭৮) নামের এক ব্যক্তিকে, যিনি এলাকায় হোমিও চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন। তবে অভিযোগ রয়েছে, তিনি হোমিও ফার্মেসির আড়ালে নিজ বাড়িতে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করে মদ প্রস্তুত ও বিক্রি করতেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার আড়ংঘাটা থানার পূর্ব বিল পাবলা এলাকার একটি ঘেরে কয়েকজন একত্রিত হয়ে মদপান করেন। সেদিন রাতেই খুলনা পাবলিক কলেজের দ্বিতীয় গেট এলাকার বাসিন্দা তোতা মিয়া মারা যান। তার মৃত্যু প্রথমে স্বাভাবিক হিসেবে ধরে মরদেহ পিরোজপুরে গ্রামের বাড়িতে পাঠানো হয়। তবে শনিবার একইভাবে আরও চারজন মারা যান—গৌতম, সাহাবুদ্দিন সাবু, আফরোজ হোসেন বাবু এবং সাজ্জাদ।

 

এ ঘটনায় আরও একজন, বয়রা দাশপাড়া এলাকার সনু, গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক জানান, আটক মোসলেম আলি ঘরে বসেই মাদকদ্রব্য, ঘুমের ওষুধ এবং চুনের পানি মিশিয়ে বিষমদ তৈরি করতেন। তার তৈরি মদপানের পরই একে একে পাঁচজনের মৃত্যু ঘটে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন