রাজনীতি

রাঙ্গামাটিতে এনসিপির পদযাত্রা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশ গড়তে, জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে রোববার (২০ জুলাই) রাঙ্গামাটিতে পথসভা ও সমাবেশে অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতারা।

কর্মসূচিকে ঘিরে পুরো জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি।

 

কেন্দ্রীয় নেতারা সকালেই চট্টগ্রাম থেকে রওনা হয়ে বেলা ১১টার দিকে রাঙ্গামাটিতে পৌঁছাবেন বলে জানা গেছে। এর আগে শনিবার (১৯ জুলাই) রাত ১২টার দিকে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, মঞ্চ নির্মাণের কাজ চলছে এবং নিরাপত্তা নিশ্চিতে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

 

রাঙ্গামাটি জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, “সমাবেশ সফল করতে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। জেলার দশটি উপজেলা থেকেই বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেবেন বলে আশা করছি। সকালে ঘাগড়া এলাকায় কেন্দ্রীয় নেতাদের অভ্যর্থনা জানানো হবে, এরপর মোটর শোভাযাত্রার মাধ্যমে শহরে নিয়ে আসা হবে। পরে শিল্পকলা একাডেমির সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে বনরূপায় গিয়ে সমাবেশে শেষ হবে।”

 

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা আশ্বস্ত। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি। আশা করছি, রাঙ্গামাটিতে আমরা একটি সফল ও শান্তিপূর্ণ কর্মসূচি সম্পন্ন করতে পারব।”

 

এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী বিপিন চাকমা জানান, “সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতারা আবার চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন।”

 

কর্মসূচিতে অংশ নিতে রাঙ্গামাটিতে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসাইন, এবং অঞ্চল তত্ত্বাবধায়ক ও যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন