রাজনীতি

আরও একটি ফ্যাসিবাদী অধ্যায় যেন রচিত না হয়: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবেগপ্রবণ বা ভুল সিদ্ধান্তের কারণে চরমপন্থা ও ফ্যাসিবাদ যাতে আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত ‘২৪-এর গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণসভা’-য় অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

 

তারেক রহমান বলেন, "জনগণের রায়ই হওয়া উচিত রাজনৈতিক লক্ষ্য অর্জনের প্রধান মাধ্যম। রাজনৈতিক অধিকার নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকারের নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়েও প্রশ্ন দেখা দেয়। সাম্প্রতিক সহিংস ঘটনার প্রেক্ষাপটে এই প্রশ্ন আরও জোরালো হয়েছে। তাই অন্তর্বর্তী সরকারের উচিত আরও স্বচ্ছ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করা।"

 

তিনি আরও বলেন, "৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধারা যেভাবে চিরস্মরণীয়, ২০২৪ সালের গণ-আন্দোলনের শহীদরাও তেমনি হয়ে থাকবেন। কোটা সংস্কার আন্দোলন একপর্যায়ে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে রূপ নেয়। আন্দোলনকে কোনো একক দলের উদ্যোগ হিসেবে নয়, বরং জাতিগত ইচ্ছার প্রতিফলন হিসেবেই পরিচালিত করা হয়েছে।"

 

তারেক রহমান জানান, ২০১৪ সালেই তিনি কোটা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছেন। শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে। যার প্রথম ধাপ হলো জনগণের ভোটে সরকার গঠন। এজন্য এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যেখানে জনগণ স্বাধীনভাবে তাদের প্রার্থী বেছে নিতে পারে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন