ব্যক্তিগত একটি দ্বীপের মালিক জ্যাকুলিন ফার্নান্দেজ

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ১:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
বলিউডের তারকাদের বিলাসবহুল জীবন নতুন কিছু নয়—ব্যক্তিগত বিমান, দামি গাড়ির কালেকশন, বিদেশে প্রাসাদসম বাংলো।
তবে এই দৌড়ে একধাপ এগিয়ে আছেন এক অভিনেত্রী, যিনি কিনে নিয়েছেন একটি আস্ত দ্বীপ!
তাঁর নাম শুনে হয়তো দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া বা ঐশ্বরিয়া রাই বচ্চনের কথা ভাবছেন। কিন্তু না, এই অভিনব সম্পদের মালিক শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।
২০০৯ সালে ‘আলাদিন’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। ২০১১ সালের ‘মার্ডার ২’ দিয়ে নজরে আসেন, আর ‘হাউসফুল ২’, ‘রেস ২’-এর মতো ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পাকাপোক্ত করেন।
জানা গেছে, ২০১২ সালে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে প্রায় চার একর আয়তনের একটি ব্যক্তিগত দ্বীপ কিনেছেন জ্যাকুলিন, যার দাম ছিল আনুমানিক ৬ লাখ মার্কিন ডলার। সেখানে একটি বিলাসবহুল ভিলা নির্মাণের পরিকল্পনাও ছিল তাঁর। তবে সেটি নিজের জন্য না বাণিজ্যিক উদ্দেশ্যে—সে বিষয়ে কখনো স্পষ্ট করে কিছু জানাননি।
দ্বীপটি বর্তমানে ঠিক কী অবস্থায় আছে, সেখানেই কি তিনি সময় কাটান—এসব নিয়ে বিস্তারিত জানা না গেলেও একথা নিশ্চিত, সেই দ্বীপের মালিক এখনো জ্যাকুলিন ফার্নান্দেজই।
সবশেষ তাঁকে দেখা গেছে ‘হাউসফুল ৫’-এ, যা বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছে।
১২৪ বার পড়া হয়েছে