দক্ষিণ ফ্রান্সে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ৬:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দক্ষিণ ফ্রান্সের মার্সেই শহরের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল নতুন করে ছড়িয়ে পড়েছে।
শহরটির কেন্দ্র থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের এলাকায় এই আগুনে এখন পর্যন্ত প্রায় ৫৯৩ একর এলাকা পুড়ে গেছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দাবানল নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে একাধিক হেলিকপ্টার এবং সহস্রাধিক দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।
এই দাবানলের ঘটনা এমন সময় ঘটল, যখন এক সপ্তাহ আগেই একই অঞ্চলে আরেকটি দাবানলে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয় এবং একটি নিকটবর্তী বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।
শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। কম তাপমাত্রা এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ার কারণে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানানো হয়।
আঞ্চলিক দমকল বাহিনীর উপপরিচালক ও উদ্ধার কার্যক্রমের প্রধান কর্নেল পিয়ের বেপোয়া জানান, আগুনের কারণে প্রায় ১৫০ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। তবে সময়মতো হস্তক্ষেপের ফলে দেড় শতাধিক বাড়ি ও বনভূমির কিছু অংশ রক্ষা করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, “ঘন উদ্ভিদে ঘেরা এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্ধার কাজ জটিল হয়ে পড়ে। আমাদের প্রধান লক্ষ্য ছিল মানুষের জীবন ও ঘরবাড়ি রক্ষা করা।”
এদিকে, প্রতিবেশী দেশ স্পেনেও দাবানলের ভয়াবহতা দেখা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির কেন্দ্রীয় টোলেডো প্রদেশে দাবানলে প্রায় ৩ হাজার ২০০ হেক্টর বনাঞ্চল পুড়ে গেছে। আগুনের ধোঁয়া রাজধানী মাদ্রিদ থেকেও দেখা গেছে।
স্থানীয় জরুরি সেবাবাহিনী জানায়, শুক্রবার ভোরে আগুনের বিস্তার ঠেকাতে আগুনঘেরা এলাকার চারদিকে প্রতিরোধ গড়ে তোলা হয়। তবে শক্তিশালী বাতাস এবং উচ্চ তাপমাত্রার পূর্বাভাসকে ঘিরে কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ রয়ে গেছে।
১২০ বার পড়া হয়েছে